• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘পথিকৃৎ বিজ্ঞান সম্মাননা’ পেলেন জাবি অধ্যাপক

  জাবি প্রতিনিধি

১৯ অক্টোবর ২০১৯, ১৬:৪৫
জাবি
‘পথিকৃৎ বিজ্ঞান সম্মাননা-২০১৯’ নিচ্ছেন অধ্যাপক ড. এ এ মামুন (ছবি : দৈনিক অধিকার)

বাংলাদেশের বিজ্ঞান চর্চায় অসামান্য অবদানের জন্য চন্দ্র শেখর মিনা ট্রাস্ট প্রবর্তিত পথিকৃৎ ফাউন্ডেশনের ‘পথিকৃৎ বিজ্ঞান সম্মাননা-২০১৯’ লাভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক ড. এ এ মামুন।

শুক্রবার (১৮ অক্টোবর) ঢাকার পরিবাগে সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রের মুক্তমঞ্চে অধ্যাপক ড. এ এ মামুনের হাতে এ সম্মাননা তুলে দেন বাংলাদেশ অ্যাডিটেশন কাউন্সিলের সভাপতি ও বিজ্ঞান একাডেমির সচিব অধ্যাপক ড. মেসবাহউদ্দীন আহমেদ।

ওই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট রসায়নবিদ অধ্যাপক ড. নিলুফার নাহার, বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব আজাদ রহমান প্রমুখ। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পথিকৃৎ ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ড. লিয়াকত আলী।

এ দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এক শুভেচ্ছা বার্তায় অধ্যাপক মামুনের এই অর্জনের জন্য অভিনন্দন জানান।

তিনি বলেন, অধ্যাপক মামুন এই সম্মাননা অর্জন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে গৌরবান্বিত করেছেন। আমরা তার সফলতা কামনা করি।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড