• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

তুরস্কের আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করবেন ইবির ৪ শিক্ষক

  ইবি প্রতিনিধি

১৯ অক্টোবর ২০১৯, ১৪:৫০
ইবি
উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর সঙ্গে চার শিক্ষকের সাক্ষাৎ (ছবি : দৈনিক অধিকার)

তুরস্কের ৫ম আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চার শিক্ষক।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সম্মেলনে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার ও অধ্যাপক ড. মো. আতিকুর রহমান আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়াও অধ্যাপক ড. মামুন আল রশিদ ও বিদেশী শিক্ষার্থী বিষয়ক সেলের পরিচালক ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ যোগদান করবেন।

এ উদ্দেশ্যে শুক্রবার (১৮ অক্টোবর) তারা ইবির উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর সঙ্গে উপাচার্য কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য সম্মেলনে যোগদানের সকল উদ্দেশ্যের সাফল্য কামনা করে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকীকরণের স্বপ্ন এখন বাস্তব।

সম্মেলনটি আগামী ২৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

সম্মেলন শেষে ইসলামী বিশ্ববিদ্যালয় ও ইদগির বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী আদান প্রদান এবং অ্যাকাডেমিক ও গবেষণা কার্যক্রম সম্পর্কিত তিনটি সমঝোতা স্মারক চুক্তি হবে। এর আগে তারা আগামী ২১ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত তুরস্কের চানকিরি কারাতিকীন বিশ্ববিদ্যালয়ে এরাসমাস টিচিং অ্যান্ড মোবিলিটি অনুষ্ঠান যোগদান করবেন।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড