• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

অন্ধত্ব দমাতে পারেনি তাকে, ঢাবির মেধা তালিকায় রাফি

  ক্যাম্পাস ডেস্ক

১৯ অক্টোবর ২০১৯, ১২:৫৭
সাইফুদ্দিন রাফি ও তার মা
মেধাবী ছাত্র সাইফুদ্দিন রাফি ও তার মা (ছবি: সংগৃহীত)

মেধার কাছে শারীরিক অক্ষমতা যে কিছুই নয় তা প্রমাণ করেছেন সাইফুদ্দিন রাফি। অন্ধত্বকে জয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে পটিয়ার এই ছাত্র। চোখের দৃষ্টি না থাকা সত্ত্বেও মনের দৃষ্টি দিয়ে রাফি ঢাবিতে ভর্তির মেধা তালিকায় নির্বাচিত হয়েছেন।

রাফি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১১ হাজার প্রতিযোগী শিক্ষার্থীর মধ্যে ভর্তি পরীক্ষায় নির্বাচিত হয়েছে। ২০১৭ সালে ইউনিয়ন কৃষি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১৯ সালে পটিয়া সরকারি কলেজ থেকে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন রাফি। তার বাবা মরহুম আজহার উদ্দিন পটিয়া ইউনিয়ন কৃষি উচ্চ বিদ্যালয়ে ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক ছিলেন। তার মা নাজনীন আক্তার একজন গৃহিণী। রাফির গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার জঈলখাইন ইউনিয়নের উজিপুর গ্রামে।

সাইফুদ্দিন রাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে ভবিষ্যতে ইংরেজিতে অধ্যাপনা করতে চান।

২ বছর পূর্বে তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ৩ বছর বয়সে দাদীর জন্য ঘরের কার্নিশ থেকে চুনের পটলা নিতে গিয়ে হাত ফসকে মাটিতে পড়ে যায়। এসময় তার চোখে চুন ছিটকে তার দুই চোখ নষ্ট হয়ে যায়।

রাফি ছাড়াও তার বড় দুই বোন রয়েছে। বড় বোন একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা, মেঝো বোন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে লেখাপড়া করছেন। বর্তমানে তার বড় বোনের মাসিক বেতনের টাকায় তাদের পুরো সংসার চলে।

রাফির স্বপ্ন নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘শ্রুতি লিখনের মধ্যে অন্যজনের সাহায্য নিয়ে পরীক্ষায় অংশ নিতে হয়।’ তার পিতার মতো সেও ইংরেজিতে মাস্টার্স পাশ করে ইংরেজির অধ্যাপক হতে চান। মেধাবী ছাত্র রাফি ও তার পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড