• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেয়েদের সাইকেল চালানোর প্রশিক্ষণ দেবে ডাকসু

  ঢাবি প্রতিনিধি

১৮ অক্টোবর ২০১৯, ২২:০৬
প্রতীকী
ছবি : প্রতীকী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেয়ে শিক্ষার্থীদের সাইকেল চালানোর প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। পাশাপাশি প্রশিক্ষণ গ্রহণকারীদের সার্টিফিকেটও প্রদান করা হবে বলে জানানো হয়।

শুক্রবার (১৮ অক্টোবর) ডাকসুর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেকে বাই-সাইকেল চালাতে পারলেও কিছু বোনেরা সময় এবং সুযোগের অভাবে তা শিখতে পারেন নি। সে লক্ষ্যে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের সাইকেল চালানো প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করেছে ডাকসু। কর্মসূচি শেষে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেককে সার্টিফিকেট প্রদান করা হবে।

সাইকেল প্রশিক্ষণে ইচ্ছুকদেরকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ডাকসুর অফিস কক্ষ থেকে ফর্ম সংগ্রহ করে রেজিস্ট্রেশন করতে হবে।

এ ব্যাপারে জানতে চাইলে ডাকসুর পরিবহন সম্পাদক শামস-ই-নোমান বলেন, ‘ঢাবির মেয়েদের প্রশিক্ষণ দেওয়ার জন্য লট বিহীন ১০টা সাইকেল আমরা নিয়ে আসবো। প্রতি শুক্রবারে সেন্ট্রাল মাঠ বা কোনো এক জায়গায় এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড