• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস পালিত

  বাকৃবি প্রতিনিধি

১৮ অক্টোবর ২০১৯, ২০:২৯
বাকৃবি
ডিম দিবস উপলক্ষে আনন্দ র‍্যালি (ছবি : দৈনিক অধিকার)

‘সুস্থ মেধাবী জাতি চাই, প্রতিদিনই ডিম খাই’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের আয়োজনে কে বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ডিম খাওয়ানো, আনন্দ র‌্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১০টায় পশুপালন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পোল্ট্রি বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাথু রাম সরকার। এছাড়াও পশুপালন অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলীসহ প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শওকত আলী। মূল প্রবন্ধে তিনি বলেন, ‘প্রাণিজ আমিষের মধ্যে ডিমের দাম সবচেয়ে কম। শরীর সুস্থ-সবল রাখার জন্যে প্রতিটি মানুষের দিনে কমপক্ষে ১ টি করে ডিম খাওয়া দরকার। শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্যও ডিমের প্রয়োজনীয়তা অপরিসীম।’

প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, ‘যে কোনো বয়সের লোকরই ডিম খাওয়া জরুরি। ডিমের পুষ্টিগুণ শিশু থেকে প্রাপ্ত বয়স্ক সবাইকেই গ্রহণ করতে হবে। দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা মিটিয়ে কর্ম ক্ষমতা বাড়ানোর জন্য ডিম একটি পরিপূর্ণ খাবার। দেশকে এগিয়ে যেতে হলে দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ করে সুস্থ এবং কর্মক্ষম রাখতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে ড. নাথু রাম সরকার বলেন, ‘ডিম, বিশেষ করে ডিমের কুসুম সম্পর্কে মানুষের কিছু ভ্রান্ত ধারণা আছে। অনেকে মনে করেন ডিম খেলে হৃদরোগ বেড়ে যায়, কিন্তু কথাটি সত্য নয়। ডিম প্রোটিন, ভিটামিন, মিনারেল সমৃদ্ধ পরিপূর্ণ খাবার। আর ডিমের কুসুম হলো সকল পুষ্টির আধার। বিভ্রান্ত না হয়ে সকল বয়সের মানুষের প্রতিদিন ডিম খাওয়া উচিত।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড