• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গবিতে ফাহাদের মাগফিরাত কামনায় বৃক্ষরোপণ কর্মসূচি

  গবি প্রতিনিধি

১৭ অক্টোবর ২০১৯, ১৭:১৮
গণ বিশ্ববিদ্যালয়
গণ বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের পশ্চিম দিকে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয় সিনিয়র সহকারী রেজিস্ট্রার আবু মুহাম্মদ মোকাম্মেল, কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রলিফ, গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আল আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ছাত্র সংসদের সহ সভাপতি জুয়েল রানা বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ে ১০০ ফলজ, ১০০ ভেষজসহ তিন শতাধিক গাছ রোপণ করব। আজ আবরার ফাহাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কিছু গাছ রোপণ করা হচ্ছে।’

প্রসঙ্গত, গত ৬ অক্টোবর (রবিবার) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তদারকির নামে বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে ডেকে নিয়ে শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে অমানবিক নির্যাতন চালায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে নির্যাতনের মুখে নিহত হন আবরার।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড