• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

একদিনেই বশেমুরবিপ্রবির চার চেয়ারম্যানের পদত্যাগ!

  বশেমুরবিপ্রবি প্রতিনিধি

১৫ অক্টোবর ২০১৯, ২০:০২
বশেমুরবিপ্রবি
পদত্যাগকারী চার চেয়ারম্যান (ছবি : সম্পাদিত)

নানা কারণে আলোচিত গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) পদত্যাগের হিড়িক পড়েছে। একদিনেই বিশ্ববিদ্যালয়টির চার বিভাগের চেয়ারম্যান পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। তাদের পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান।

পদত্যাগকৃত চার চেয়ারম্যানের মধ্যে রয়েছেন- আইন বিভাগের সাবেক সভাপতি মো. আবদুল কুদ্দুস মিয়া; ফুড অ্যান্ড অ্যাগ্রো প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক সভাপতি ড. নাজমুল হক শাহীন; কৃষি বিভাগের সাবেক সভাপতি ড. এম এ সাত্তার এবং প্রাণি সম্পদ বিজ্ঞান ও ভেটেরিনারি মেডিসিন বিভাগের সাবেক সভাপতি মো. শফিকুজ্জামান।

ড. নাজমুল হক শাহীন বলেন, ‘আমি কৃষি বিভাগের শিক্ষক। শিক্ষক সংকট থাকায় আমাকে ওই বিভাগের সভাপতির দায়িত্ব দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। ব্যস্ততা বেড়ে যাওয়া দায়িত্ব চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। তাই আমি সভাপতি পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছি।’

এ ব্যাপারে জানতে অন্যান্য বিভাগের চেয়ারম্যানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ চেষ্টা করা হলেও তারা কেউ উত্তর দেননি।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড