• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

আবারও দুর্ঘটনার শিকার কুবির শিক্ষক বাস

  কুবি প্রতিনিধি

১৫ অক্টোবর ২০১৯, ০৯:১৩
কুবি
দুর্ঘটনার শিকার কুবির শিক্ষক বাস (ছবি : দৈনিক অধিকার)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকদের বহনকারী একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটায় মহাসড়কের বেলতলী বিশ্বরোড অঞ্চলে শিক্ষকদের বহনকারী একটি বাস (কুমিল্লা-ঝ ১১-০০০৮) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলতলী বিশ্বরোড অঞ্চলে আসলে পেছন থেকে দ্রুতগামী জোনাকী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-১৪৬৮) সজোরে ধাক্কা দেয়।

এ সময় বাসে থাকা শিক্ষকরা ধাক্কা লেগে আঘাতপ্রাপ্ত হন। এতে বাংলা বিভাগের অধ্যাপক ড. গোলাম মাওলা হাতে আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন। ঘটনায় জোনাকি বাসটিকে পুলিশ জব্দ এবং বাস চালককে গ্রেফতার করে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের বাস লেখা থাকা সত্ত্বেও জোনাকির এই বাসের ইচ্ছাকৃত দুর্ঘটনা দুঃখজনক। বেপরোয়া গতিতে চালানোর কারণে অনেকেই রাস্তায় বলি হচ্ছে।

বাসে থাকা কয়েকজন শিক্ষক জানান, জোনাকী বাসটি বিশ্ববিদ্যালয়ের বাসটিকে পেছন থেকে ধাক্কা দেওয়ায় বাসে থাকা আমরা অনেকেই আঘাত পেয়েছি। তবে বাংলা বিভাগের গোলাম মাওলা বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড