• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

র‌্যাগিং ও গেস্টরুম কালচার বন্ধের দাবি সোনালী দলের

  বাকৃবি প্রতিনিধি

১৪ অক্টোবর ২০১৯, ১৬:৩৪
বাকৃবি
সোনালী দলের মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচার এবং বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং ও গেস্টরুম কালচারের নামে শিক্ষার্থী নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দল।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে ও অধ্যাপক ড. মো. আব্দুল আলীমের সঞ্চালনায় মানববন্ধনে সোনালী দলের অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় বাকৃবিতে গেস্টরুম কালচারের নামে র‌্যাগিং বন্ধের জোর দাবি জানানো হয়।

সোনালী দলের সহসভাপতি অধ্যাপক এ.এস.এম গোলাম হাফিজ বলেন, ‘এখন পর্যন্ত সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী হত্যার ঘটনা ঘটলেও বেশির ভাগেরই কোনো বিচার হয়নি। নির্যাতিত হচ্ছে অনেকেই, কিন্তু ক্ষমতাসীনদের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছে না কেউ। আমরা নিপীড়িত মানুষের প্রতিনিধি হিসেবে আজ রাস্তায় দাড়িয়েছি। মানুষ একদিন জেগে উঠবেই, অন্যায়কে প্রতিহত করতে একযোগে ফুঁসে উঠবে।’

মানববন্ধনে প্রয়াত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড