• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাংবাদিক সমিতি গঠনের গুজবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

  ক্যাম্পাস ডেস্ক

১৩ অক্টোবর ২০১৯, ১৬:৪৮
বরিশাল বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ (ছবি : দৈনিক অধিকার)

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সাংবাদিক সমিতি গঠনের নামে গুজবের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক ও শিক্ষার্থীরা। রবিবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনের বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাংবাদিকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বক্তারা গুজব সৃষ্টিকারীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ নিজ অবস্থান পরিষ্কার করার আল্টিমেটাম দেন। এর ব্যত্যয় ঘটলে বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাবে বলে হুঁশিয়ারিও দেন।

এ সময় দৈনিক অধিকারের বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুমাইয়া আখতার তারিন বলেন, ‘সমিতি গঠনের জন্য প্রশাসন থেকে যেখানে শিক্ষকদের দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে তাদেরকে অগ্রাহ্য করে কেউ নিজের ইচ্ছেমত কমিটি করতে পারে না। শিক্ষকদের নির্দেশনা গোপন রেখে মনগড়া নির্বাচনের আয়োজন করে কমিটি করা হয়েছে যেটা জানার পর আমি ওই ভুয়া কমিটি থেকে সরে এসেছি। এরকম প্রহসনের কমিটি গঠন করার মানে সকল সাংবাদিকদের সঙ্গে প্রতারণা করা। আশা করি তারা তাদের ভুল অবস্থান থেকে সরে আসবে।’

দৈনিক সময়ের খবর পত্রিকার প্রতিনিধি খাইরুল ইসলাম সোহাগ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কতিপয় স্বার্থান্বেষী চক্র সাংবাদিক সমিতির নামকে প্রহসনের কমিটি করেছে যা সম্পূর্ণ অবৈধ। আমরা সাংবাদিকরা এক একজন কলম যোদ্ধা, আমরা ন্যায়ের পক্ষে কথা বলি, তাই এই সাংবাদিক সমিতি নিয়ে কোনো রকম অন্যায় মেনে নেয়া যাবে না। আমাদের বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রশাসন এ ব্যাপারে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ বলেন, ‘সাংবাদিক সমিতির নামে ওঠা গুজব সম্পর্কে প্রশাসনের সুস্পষ্ট ব্যাখ্যা আমরা বিভিন্ন গণমাধ্যমে পেয়েছি। পূজার ছুটি শেষে আজ বিশ্ববিদ্যালয় খোলার পর আমরা আরও ভালোভাবে জেনেছি যে কোনো সাংবাদিক সমিতির বৈধতা বিশ্ববিদ্যালয় এখনো দেয় নি। আমরা চাই ববিসাসের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা অবিলম্বে গঠনতন্ত্র প্রণয়ন করবেন এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করে, নতুন এবং গ্রহণযোগ্য কমিটি প্রতিষ্ঠা করবেন।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিনিয়র সাংবাদিক শফিক মুন্সি বলেন, ‘সাংবাদিক সংগঠনের নামে আমরা বিশ্ববিদ্যালয়ে কোনো বিভেদ কিংবা বিদ্বেষ চাই না। সমিতি গঠনের জন্য প্রশাসন থেকে যখন দায়িত্ব নেওয়া হয়েছে সেখানে কেউ নিজে নিজে সমিতি গঠন করতে পারে না। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায় থেকে যখন বারবার বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ে কোনো সাংবাদিক সমিতির অস্তিত্ব নেই তখন বিভিন্ন গণমাধ্যমে যে বা যারা সাংবাদিকদের সংগঠন প্রতিষ্ঠার ভুয়া খবর প্রকাশ করেছে তারা স্পষ্ট গুজবের আশ্রয় নিয়েছে। আমার বিশ্বাস বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে দ্রুতই তারা তাদের ভুল অবস্থান থেকে ফিরে আসবে।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড