• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেডিকেলের ভর্তি পরীক্ষায় সাড়ে ৩ হাজার অনুপস্থিত

  ক্যাম্পাস ডেস্ক

১২ অক্টোবর ২০১৯, ১৮:৫৬
ভর্তি পরীক্ষা
ছবি : প্রতীকী

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় রাজধানীসহ সারাদেশে ৩ হাজার ৫১৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। মোট ৬৯ হাজার ৪১০ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন অধ্যাপক ডাক্তার আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কী কারণে শিক্ষার্থীরা অনুপস্থিত ছিলেন সে সম্পর্কে তিনি নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।

স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে কেন্দ্রীয়ভাবে সারাদেশের ১৯টি কেন্দ্রের ৩২টি ভেন্যুতে শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে পদার্থবিদ্যায় ২০, রসায়নে ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞানে ১০ নম্বর ছিল।

এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষায় সরকারি চার হাজার ৬৮টি এবং বেসরকারি ছয় হাজার ৩৩৬টিসহ ১০ হাজার ৪০৪টি আসনের বিপরীতে মোট ৭২ হাজার ৯২৮ ভর্তিচ্ছু আবেদন করেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড