• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বুটেক্সের প্রধান ফটকের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

  বুটেক্স প্রতিনিধি

১১ অক্টোবর ২০১৯, ১৬:৫৯
বুটেক্স
প্রধান ফটক উদ্বোধন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ছবি : দৈনিক অধিকার)

নির্মাণ কাজ শুরুর প্রায় ১ বছর পর খুলে দেয়া হলো বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) প্রধান ফটক।

শুক্রবার (১১ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামাল এ ফটকের উদ্বোধন করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর উদ্যোগে কলেজ অব টেক্সটাইল টেকনোলজি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল আজকের এ বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেক্সটাইল সেক্টরের গুরুত্ব অনুধাবন করে এ প্রতিষ্ঠানকে ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করেন।’

এ সময় তিনি ছাত্রদের উদ্দেশে বলেন, ‘টেক্সটাইল সেক্টরের উন্নয়ন ও সমৃদ্ধি ধরে রাখতে তোমাদের যোগ্য হয়ে এ সেক্টরের নেতৃত্ব ধরে রাখতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন- বুটেক্সের উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম, ডিন ও বিভাগীয় প্রধানগণ সহ কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড