• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বশেমুরবিপ্রবির নতুন প্রক্টর ড. রাজিউর রহমান

  বশেমুরবিপ্রবি প্রতিনিধি

১১ অক্টোবর ২০১৯, ১৫:৫৩
ড. রাজিউর রহমান
নব নিযুক্ত প্রক্টর ড. রাজিউর রহমান (ছবি : সংগৃহীত)

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন আইন বিভাগের সহকারী অধ্যাপক ড. রাজিউর রহমান।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে একটি অফিস আদেশের মাধ্যমে তাকে প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নুরুদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন বশেমুরবিপ্রবির সাবেক প্রক্টর আশিকুজ্জামান ভূঁইয়া।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে ড. রাজিউর রহমানকে নিয়োগের অফিস আদেশের পর শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

এ ব্যাপারে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সৈকত জানান, ‘বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষককে আদর্শ শিক্ষক হিসেবে মনে হয় তার মধ্যে তিনি (ড. রাজিউর রহমান) অন্যতম। আমরা যখন হামলার শিকার হই তখন আশিকুজ্জামান ভূঁইয়া প্রক্টর থাকা সত্ত্বেও আমাদের খোঁজ না নিয়ে মোবাইল ফোন বন্ধ করে রাখেন। কিন্তু রাজিউর রহমান স্যার প্রতিটি মুহূর্তে আমাদের পাশে ছিলেন। শুধুমাত্র নৈতিক দায়বদ্ধতা থেকে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাতের পর রাত ক্যাম্পাসে অবস্থান করেছেন। এমন একজন ব্যক্তিকে প্রক্টর হিসেবে পেয়ে আমরা খুব আনন্দিত।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড