• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চবির হলগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত

  চবি প্রতিনিধি

১০ অক্টোবর ২০১৯, ১৮:৫৯
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রদের আবাসিক হলগুলোকে সিসিটিভি ক্যামেরা আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে অনুষ্ঠিত প্রভোস্ট কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আবাসিক হলগুলোর প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষক-শিক্ষার্থীদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা এবং আরও বেশি দায়িত্বশীল থাকার নির্দেশ দিয়েছেন রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

এ সব তথ্য নিশ্চিত করেছেন- বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির আহ্বায়ক ও মাস্টার দ্য সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. খালেদ মিসবাহুজ্জামান এবং এএফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এসএম মনিরুল হাসান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর রেজাউল করিম দৈনিক অধিকারকে বলেন, ‘আজকে সিদ্ধান্ত অনুযায়ী আমরা ছাত্রদের প্রত্যেকটি আবাসিক হল পরিদর্শন করব এবং খুব শিগগির ছাত্রদের আবাসিক হলগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। সিসিটিভি ক্যামেরা স্থাপনের দায়িত্বটি প্রক্টর অফিসকে দেওয়া হয়েছে।’

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড