• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘ছাত্রলীগ হত্যাকাণ্ডকে সমর্থন দেয় না’, প্ল্যাকার্ড নিয়ে ছাত্রলীগের শোকর‍্যালি

  জিটিসি প্রতিনিধি

১০ অক্টোবর ২০১৯, ১৮:১১
শোকর‍্যালি
তিতুমীর কলেজে অনুষ্ঠিত শোকর‍্যালি (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে শিবির সন্দেহে পিটিয়ে হত্যার প্রতিবাদে রাজধানী ঢাকার সরকারি তিতুমীর কলেজে (জিটিসি) শোকর‍্যালি সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে এ শোকর‍্যালি করে কলেজ ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১২টার দিকে কলেজের প্রধান ফটক থেকে একটি র‍্যালি মহাখালীর ওয়ারলেস গেট হয়ে পুনরায় কলেজে ফিরে আসে। উক্ত শোকর‍্যালিতে নেতৃত্ব দেন তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল।

র‍্যালিতে তিতুমীর কলেজের শতাধিক নেতাকর্মী কালো পতাকা ও ব্যানার নিয়ে অংশ নেন। অনেকের হাতে ছিল প্ল্যাকার্ড। যেখানে লেখা ‘ছাত্রলীগ হত্যাকাণ্ডকে সমর্থন দেয় না’। র‍্যালি শেষে কলেজের ভেতর এক সংক্ষিপ্ত সভা করা হয়। সেখানে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলে পিটিয়ে হত্যা করা আবরার ফাহাদের বিচারের সর্বোচ্চ দাবিতে তিতুমীর কলেজ সোচ্চার এমনটাই জানান ছাত্রলীগ শাখা সভাপতি ও সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, নিহত আবরার ফাহাদ বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড