• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফাহাদ ও মান্নানের হত্যার বিচারের দাবিতে বুটেক্সে মানববন্ধন

  বুটেক্স প্রতিনিধি

১০ অক্টোবর ২০১৯, ১৬:০০
বুটেক্স
মানববন্ধন কর্মসূচি (ছবি : দৈনিক অধিকার)

বুয়েটের ২য় বর্ষের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা। এ সময় গেল ৩১ জুলাই বুটেক্সের শহিদ আজিজ হলের ডাইনিংবয় আ মান্নান হত্যার বিচার দাবি করেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় অনুষ্ঠিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছাত্ররা বাক-স্বাধীনতা হরণের প্রতি ইঙ্গিত করে বিভিন্নভাবে নিজেদের উপস্থাপন করেন। কেউ কালো কাপড়ে মুখ ঢেকে, কেউ চোখে কাপড় বেঁধে কিংবা কেউ হাতে বেড়ী পরে বর্তমান পরিস্থিতি বোঝাতে চান।

ব্যানারে আবরার হত্যার বিচার চেয়ে কিংবা প্ল্যাকার্ডে বিভিন্ন প্রতিবাদী ভাষা লিখেছেন। কেউ কেউ লিখেন, বলা যাবে, দেখা যাবে, শোনা যাবে। শুধু চুপ করে থাকতে হবে। আবার কী লিখেন, আমরা সবাই মানুষ, পার্থক্য শুধু শিরদাঁড়ায়।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড