• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাবিতে ছাত্রলীগের শোক র‍্যালি

  ঢাবি প্রতিনিধি

১০ অক্টোবর ২০১৯, ১৩:১২
ঢাবি
ফাহাদ হত্যাকাণ্ডে ঢাবিতে ছাত্রলীগের শোক র‍্যালি (ছবি : সম্পাদিত)

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যাকাণ্ডে শোক প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শোক র‍্যালি করল বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এ র‍্যালি শুরু হয়।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি-সভাপতির নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা এ র‍্যালিতে অংশগ্রহণ করে।

বেলা ১২টায় পদযাত্রাটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয় এরপর সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য হয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করছে।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বাংলাদেশের সঙ্গে ভারতের সাম্প্রতিক চুক্তি নিয়ে গেল রবিবার স্ট্যাটাস দেন আবরার। ওই দিন রাত ৮টার দিকে আবরারকে তার রুম থেকে ডেকে শেরেবাংলা হলের টর্চার সেল নামে পরিচিত ২০১১ নম্বর রুমে নিয়ে যাওয়া হয়।

রবিবার দিবাগত রাত ২টার দিকে শেরেবাংলা হলের একতলা ও দ্বিতীয় তলার মাঝামাঝি জায়গায় আবরারকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড