• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

আবরারের স্মরণে বেরোবিতে মোমবাতি প্রজ্বলন (ভিডিও)

  বেরোবি প্রতিনিধি

০৯ অক্টোবর ২০১৯, ২০:৫২
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
বেরোবি শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বলন (ছবি : দৈনিক অধিকার)

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে প্রতিবাদ জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

এ সময় শহীদ মিনারের বেদিতে সারিবদ্ধ ভাবে দাড়িয়ে হাতে মোমবাতি ও মুখে কালো টেপ পেচিয়ে প্রায় ৩০মিনিট নিরবতা পালন করা হয়। পরে সেখান থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি পার্ক মোড় সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে এসে শেষ হয়।

প্রসঙ্গত, ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার জের ধরে আবরার ফাহাদকে রবিবার (৬ অক্টোবর) রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দুইতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে আটক করেছে পুলিশ।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড