• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাপের মুখে শেরেবাংলা হলের প্রভোস্টের পদত্যাগ

  ক্যাম্পাস ডেস্ক

০৯ অক্টোবর ২০১৯, ১৫:৪৮
বুয়েট
সংবাদ সম্মেলনে বুয়েট শিক্ষক সমিতির ব্রিফিং (ছবি : সংগৃহীত)

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিসহ আট দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ও ক্রমাগত চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেরেবাংলা হলের প্রভোস্ট ড. জাফর ইকবাল।

বুধবার (৯ অক্টোবর) দুপুর আনুমানিক পৌনে তিনটার দিকে বুয়েট শিক্ষক সমিতির সভাপতি সংবাদ সম্মেলনে এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। প্রভোস্ট ড. জাফর ইকবাল সকালেই পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলেও জানানো হয়।

এ দিকে ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ১০ দফা দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন বুয়েটের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে আবরার হত্যার ঘটনায় বুয়েটের ভিসিকে আল্টিমেটাম দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত রবিবার ( ৬ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে বুয়েটের শেরে বাংলা হলের নিচতলা থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদের লাশ উদ্ধার করে পুলিশ।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড