• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফারাজ গোল্ডকাপের সেমিফাইনালে গণ বিশ্ববিদ্যালয়

  গবি প্রতিনিধি

০৯ অক্টোবর ২০১৯, ১৪:০৫
ফারাজ আন্তঃবিশ্ববিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
ফারাজ আন্তঃবিশ্ববিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (ছবি : দৈনিক অধিকার)

ইউনাইটেড গ্রুপ ফারাজ আন্তঃবিশ্ববিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শেষ আটের খেলায় ফারইস্ট ইউনিভার্সিটিকে ২-০ গোল ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি)।

বুধবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।

প্রথমার্ধের ৮ মিনিটেই কর্নার থেকে রিপনের বাড়িয়ে দেওয়া বলে হেড করে গোল দিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন গণ বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় সজীব। প্রথমার্ধের ২০ মিনিটের মাথায় ফারইস্ট ইউনিভার্সিটি দুর্দান্ত আক্রমণ করলেও গোল করতে ব্যর্থ হয় তারা। এরপর উভয়দল অনেকটা ছন্দহীন খেলা উপহার দিতে থাকলেও প্রথমার্ধের শেষ মুহুর্তে পুনরায় গোল করে দলের ব্যবধান ২-০ তে নিয়ে যান গবি খেলোয়াড় সজীব।

খেলার দ্বিতীয়ার্ধে দারুণভাবে আক্রমণে যায় ফারাস্ট ইউনিভার্সিটি। দ্বিতীয়ার্ধের ২৭ মিনিটে ফারইস্ট ইউনিভার্সিটি পেনাল্টির সুযোগ পেলেও গবির গোলরক্ষক শামীম দারুণভাবে তা প্রতিহত করেন। শেষ পর্যন্ত ২-০ গোল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে গণ বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে মর্মান্তিক হত্যাযজ্ঞের অন্যতম শিকার ফারাজ আইয়াজ হোসেন। অসীম সাহসী ফারাজ সেদিন বন্ধুদের বাঁচাতে জীবন উৎসর্গ করেছিলেন। মৃত্যুঞ্জয়ী ফারাজকে উৎসর্গ করে গত দুই বছর ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে নিয়ে গোল্ডকাপ ফুটবলের আয়োজন করে আসছে সোনালী অতীত ক্লাব। তৃতীয়বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় এবার আটটি গ্রুপে ২২টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে।

আগামী ১২ অক্টোবর সকাল ৮টায় কমলাপুরে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড