• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফাহাদ হত্যাকারীদের ফাঁসির দাবিতে হাবিপ্রবিতে মানববন্ধন

  হাবিপ্রবি প্রতিনিধি

০৮ অক্টোবর ২০১৯, ১৮:০৩
মানববন্ধন
হাবিপ্রবিতে অনুষ্ঠিত মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ২য় ফটকের সামনে দিনাজপুর-রংপুর সড়কে সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘আজ পর্যন্ত ফাহাদসহ যতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে, বিশ্বজিৎ হত্যার মতো যেন আসামীরা আইনের ফাঁক দিয়ে বের হয়ে না যায়।’

ভবিষ্যতে যেন নতুন কোনো ফাহাদকে হত্যার স্বীকার না হতে হয় সেজন্য বিচার বিভাগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা। সমাবেশে বক্তারা ফাহাদ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিচার কার্যকর করার দাবি জানান।

মানববন্ধন বক্তারা ‘ফাঁসি-ফাঁসি-ফাঁসি চাই, সন্ত্রাসীদের ফাসি চাই’, ‘শিক্ষা-সন্ত্রাস, এক সাথে চলবে না’, ‘আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেক বার’ ইত্যাদি স্লোগান দেন।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড