• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে শাবিপ্রবিতে ফুটবল টুর্নামেন্ট

  শাবিপ্রবি প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১৬
শাবিপ্রবি
চ্যারিটি কিডস ফুটবল টুর্নামেন্ট (ছবি : দৈনিক অধিকার)

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আয়োজিত দুই দিনব্যাপী চ্যারিটি কিডস ফুটবল টুর্নামেন্ট-১৯ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্রীড়া বিষয়ক সংগঠন ‘স্পোর্টস সাস্ট’ এর উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে টুর্নামেন্টের শুরুতে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ড থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় স্পোর্টস সাস্টের সদস্যবৃন্দসহ সুবিধাবঞ্চিত শিশুরা এতে অংশ নেন।

সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে ৪টি দল নিয়ে এ টুর্নামেন্ট শুরু হয়েছে। বিকাল সাড়ে ৩টায় ‘লুথা-৭’ ও ‘সেভ দ্য ড্রিম-১’ এবং পরবর্তীতে ‘কিন’ ও ‘সেভ দ্য ড্রিম-২’ দল এর মধ্যে প্রতিযোগিতার ১ম রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে ‘সেভ দ্য ড্রিম-১’ ও ‘কিন’ দল বিজয়ী হয়। আগামীকাল বিকাল ৪টায় এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ‘লেটস আওয়ার কিডস ফ্লাই ইন দেয়ার ড্রিম’ স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এ বছরও এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড