• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাবিপ্রবিতে স্টুডেন্ট টু স্টার্ট আপ-২ এর ক্যাম্পাস পিচিং

  রাবিপ্রবি প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০০
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
স্টুডেন্ট টু স্টার্ট আপ এর ক্যাম্পাস পিচিং (ছবি : দৈনিক অধিকার)

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) অস্থায়ী ক্যাম্পাসে আইসিটি ডিভিশনের আইডিয়া প্রজেক্ট ও ইয়াং বাংলার ব্যবস্থাপনায় ‘স্টুডেন্ট টু স্টার্ট আপ’ অধ্যায় ২ এর ক্যাম্পাস পিচিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই পিচিং অনুষ্ঠিত হয়।

প্রজেক্ট এর মূল প্রতিপাদ্য বিষয় ছিল, ‘‘আমার উদ্ভাবন আমার স্বপ্ন’’। দ্বিতীয় বারের মতো স্টুডেন্ট টু স্টার্ট আপ শীর্ষক জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। তাছাড়াও এই আইডিয়া বাজদের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীরাও অংশ নিয়েছে।

সর্বমোট ৩৫টি স্টার্ট আপ আইডিয়া নিয়ে নিত্যনতুন আইডিয়া বাজরা হাজির হয়। এর মধ্যে বাছাইকৃতরা জাতীয় পর্যায়ে যাওয়ার সুযোগ পাবে।

পিচিংয়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা (ছবি : দৈনিক অধিকার)

উল্লেখ্য, সারা বাংলাদেশ থেকে ১০টি স্টার্ট আপ আইডিয়া বাছাই করা হবে এবং তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে ১০ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে। এছাড়া শীর্ষ ৩০ এ থাকা অন্য ২০ স্টার্ট আপও আইডিয়া প্রকল্প থেকে বিশেষ প্রশিক্ষণ নেওয়ার সুযোগ দেওয়া হবে ।

বিশ্ববিদ্যালয় প্রক্টর জনাব জুয়েল সিকদার সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে স্টুডেন্ট টু স্টার্ট আপ প্রোগ্রামটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এবং আমাদের শিক্ষার্থীদের জন্য এটা একটি সুবর্ণ সুযোগ নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার।’

রাবিপ্রবির সিএসই বিভাগের শিক্ষার্থী ধীমান সরকার বাপ্পী ,ইসরাত আরা, বাপ্পা, তাওহিদুর রাহমান এবং অন্যান্য ভলান্টিয়াররা প্রোগ্রামটি পরিচালনা করেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড