• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বশেমুরবিপ্রবির শিক্ষার্থীদের ওপর হামলায় চবিতে মানববন্ধন

  চবি প্রতিনিধি

২২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৪
মানববন্ধন
চবিতে অনুষ্ঠিত মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবিও করেছেন মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

রবিবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দেওয়ান তাহমিদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম।

এতে আরও বক্তব্য রাখেন- যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এন এম নাছির উদ্দীন, অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আবিদ খন্দকার, ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সব্যসাচী ইমন, নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নোমান হোসেন, ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এমদাদুল হক, ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আরজু আহামেদ এবং অর্থনীতি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী রাজেশ্বর দাস গুপ্ত।

মানববন্ধনে শিক্ষার্থীরা (ছবি : দৈনিক)

মানববন্ধনে সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্ত চিন্তার জায়গা। যেখানে শিক্ষার্থীরা স্বাধীন মত প্রকাশ করবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মুক্ত চিন্তার স্বপ্ন দেখায়। শিক্ষার্থীরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাণ। যদি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী না থাকে তবে সেটি প্রাণহীন।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রাণ এই শিক্ষার্থীদের ওপর বশেমুরবিপ্রবির উপাচার্যের সন্ত্রাসবাহিনী সাধারণ শিক্ষার্থীদের ওপর লেলিয়ে দিয়েছেন। কিন্তু তিনি এখনও তার সিংহাসনে বসে আছেন। এটাতো হতে পারে না, এটাতো অন্যায়।’

তিনি বলেন, ‘একজন উপাচার্য কোনো ভাবেই শিক্ষার্থীদের সঙ্গে এরূপ আচারণ করতে পারে না। তাকে জিজ্ঞেস করতে পারেন না, তার বাবা কোনো দিন বিশ্ববিদ্যালয়ের এসেছিলো কিনা। এটা শিক্ষার্থীদের দমিয়ে রাখার একটি কৌশল। আমরা সব সময় চাই যারা শিক্ষার্থীদের সঙ্গে এরূপ আচারণ করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ হোক। তারা যাতে সিংহাসন দখল করতে না পারে।’

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড