• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গোপালগঞ্জের ভিসি ছি ছি, জাবির ভিসি ছি ছি

  জাবি প্রতিনিধি

২১ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল (ছবি : দৈনিক অধিকার)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর হামলায় ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ছি ছি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে শহীদ মিনারের পাদদেশে এসে শেষ হয়।

এ সময় বিক্ষোভকারীরা, শিক্ষা-সন্ত্রাস এক সাথে চলে না, শিক্ষা-দুর্নীতি এক সাথে চলে না; গোপালগঞ্জের ভিসি ছি ছি, জাবির ভিসি ছি ছি; গোপালগঞ্জের সৈনিকের লও লও লও সালাম; যাদবপুরের সৈনিকেরা লও লও লও সালাম; জেগেছে রে জেগেছে ছাত্রসমাজ জেগেছে; রক্তে আগুন লেগেছে, ছাত্রসমাজ জেগেছে; লাঠি, গুলি, টিয়ার গ্যাস জবাব দিবে ছাত্রসমাজ; গোপালগঞ্জের সৈনিকেরা গড়ে তুলো ব্যারিকেড; দুর্নীতিবাজ ভিসিরা হুঁশিয়ার সাবধান প্রভৃতি স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের কার্যকরী সদস্য রাকিবুল হক রনি বলেন, ‘গোপালগঞ্জের ভিসি, ঢাবির ভিসি ও জাবির ভিসির একই চরিত্র। ভিসির আসনে থাকার তাদের কোনো নৈতিক অধিকার নেই।’

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার আহ্বায়ক শাকিল উজ্জামান বলেন, ‘জাতির ফুসফুস হচ্ছে বিশ্ববিদ্যালয়। সারা বাংলার ছাত্রসমাজ ঐক্যবদ্ধ আছে। দুর্নীতিগ্রস্ত গোপালগঞ্জের ভিসিকে পদত্যাগ করতে হবে তা না হলে বাংলাদেশের ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলবে। আমরা গোপালগঞ্জের ভাই-বোনদের পাশে আছি।’

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পাপ্পু বলেন, ‘দলীয় এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত ভিসিরা শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধ না, তাদের ভিসি হওয়ার যোগ্যতা নাই তারা দলীয় বিবেচনায় ভিসি হোন। তাই ভিসিদের অগণতান্ত্রিক স্বৈরাচারী আচরণ।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড