• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চারটার শাটল ছাড়ে ছয়টায়, ফটকে শিক্ষার্থীদের তালা

  চবি প্রতিনিধি

২১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ফটকে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাটল ট্রেন চলাচলে দেরি করায় ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অবরোধ করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে প্রক্টরিয়াল বডির আশ্বাসে ছয় দফা দাবি উত্থাপন করে অবরোধ প্রত্যাহার করেন তারা।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল চারটার ট্রেন সাড়ে চারটা পরেও ছাড়েনি। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দেন। এ সময় দুইটি বাসে শিক্ষার্থীদের শহরে পৌঁছে দেওয়া হয়। পরে ২ ঘণ্টা দেরিতে চারটার ট্রেন সন্ধ্যা পৌনে ৬টায় বিশ্ববিদ্যালয় স্টেশন ছেড়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, বিকাল চারটার ট্রেন এসে ইঞ্জিন ঘোরালেও ক্যাম্পাস ত্যাগ করেনি। এ সময় তারা লোক মাস্টারের সাথে কথা বলে জানতে পারে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মূল ফটকে তালা দেওয়া হয়।

আন্দোলন থেকে উত্থাপিত ছয় দফা দাবি হলো- যথাসময়ে ট্রেন ছাড়তে হবে, শাটলের বগি বৃদ্ধি করতে হবে, যথাসময়ে ট্রেন পৌঁছাতে হবে, বহিরাগত যাতায়াত নিয়ন্ত্রণ করতে হবে, রাতে পরিবহনের বেশি ভাড়া আদায় বন্ধ করতে হবে ও বগি সংস্কার করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হানিফ মিয়া সাংবাদিকদের বলেন, ‘আগামীকাল শিক্ষার্থীদের সঙ্গে বসব। আমরা সমাধানের জন্য দ্রুত ও যথাসম্ভব ব্যবস্থা নিব।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড