• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বশেমুরবিপ্রবির উপাচার্যের অপসারণের দাবিতে যবিপ্রবিসাসের মানববন্ধন

  যবিপ্রবি প্রতিনিধি

২০ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৭
মানববন্ধন
যবিপ্রবিসাসের মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী ও দ্যা ডেইলি সানের ক্যাম্পাস প্রতিনিধি ফাতেমা তুজ জিনিয়াকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার ও হয়রানির ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস)।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দাড়িয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিক সংগঠনটি।

যবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোসাব্বির হোসাইনের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- সাংবাদিক সমিতির সভাপতি রাসেল আহমেদ, অর্থ সম্পাদক নাজমুল হোসাইন, সাহিত্য সম্পাদক শরিফা সুলতানা ও সদস্য তোফায়েল প্রধান প্রমুখ।

বক্তারা অনতিবিলম্বে ফাতেমা তুজ জিনিয়াকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার ও হয়রানির ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান। সেই সঙ্গে জিনিয়াকে নির্দোষ ঘোষণাসহ বশেমুরবিপ্রবির সাংবাদিক শামস জেবিনের ওপর হামলাকারীদের বিচার দাবি করেন। এ সময় সাংবাদিকরা বশেমুরবিপ্রবি উপাচার্যের পদত্যাগের দাবি জানান। মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতকরণের দাবি জানিয়ে সাংবাদিকরা আরও বলেন, ‘ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের ওপর কোনো প্রকার হয়রানি, বহিষ্কার, হামলা মেনে নেওয়া হবে না।’ প্রতিবাদ সমাবেশে বক্তারা প্রশাসনের কাছে সকল বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তার জোর দাবি জানান।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের জেরে গত ১১ সেপ্টেম্বর ইংরেজি জাতীয় দৈনিক দ্য ডেইলি সানের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফাতেমা তুজ জিনিয়াকে সাময়িক বহিষ্কার করা হয়। পরে জিনিয়ার পক্ষে কথা বলায় আলোকিত বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শামস জেবিনের উপর হামলা চালায় উপাচার্যের পালিত গুণ্ডা বাহিনী। অন্যান্য বিশ্ববিদ্যালয় সাংবাদিকরা এ ঘটনার প্রতিবাদ জানালে বুধবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড