• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

জিনিয়াকে বহিষ্কার ও হয়রানির প্রতিবাদে বাকৃবিসাসের মানববন্ধন

  বাকৃবি প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৮
মানববন্ধন
বাকৃবিসাসের মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ডেইলি সান পত্রিকার সাংবাদিক ফাতিমা তুজ জিনিয়াকে সাময়িক বহিষ্কার ও বিশ্ববিদ্যালয়ের অন্য এক সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস)।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বশেমুরবিপ্রবির উপাচার্য ড. খন্দকার মো. নাসিরউদ্দিনের ঘৃণিত কর্মকাণ্ডের জন্য দ্রুত পদত্যাগ ও সারাদেশে সকল বিশ্ববিদ্যালয়ে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতকরণের দাবি জানায়। এছাড়াও বশেমুরবিপ্রবির শিক্ষার্থী ও সাংবাদিক শামস জেবিন হামলায় জড়িতদের দ্রুত বিচারের দাবিও জানান তারা।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর বশেমুরবিপ্রবির আইন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ফাতেমা তুজ জিনিয়াকে তার ফেসবুকের স্ট্যটাসের ওপর ভিত্তি করে এক সেমিস্টারের জন্য সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্যদের আন্দোলনের মুখে গত ১৮ সেপ্টেম্বর এ বহিষ্কারনামা প্রত্যাহার করা হয়।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড