• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিসিএসে কৃষি প্রকৌশল অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

  হাবিপ্রবি প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩১
হাবিপ্রবি
মানববন্ধন কর্মসূচি (ছবি : দৈনিক অধিকার)

সরকারি চাকরিতে কৃষি প্রকৌশলীদের জন্য আলাদা উইং চালুর দাবিতে এবার দিনাজপুরে মানববন্ধন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি ও শিল্প প্রকৌশল বিভাগ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন বিভাগের শিক্ষার্থীরা।

বেলা ১২টায় প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) কৃষি প্রকৌশল টেকনিক্যাল ক্যাডার ও কৃষি অধিদপ্তরের কৃষি প্রকৌশলীদের জন্য আলাদা উইং চালুসহ চার দফা দাবি জানান।

দাবিসমূহ হলো- কৃষি প্রকৌশলীদের প্রতিযোগিতামুলক চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিভাগ সংশ্লিষ্ট প্রশ্নপত্র প্রনয়ণ নিশ্চিতকরণ, বিএডিসি, বিরি, বিনা ইত্যাদি প্রতিষ্টানে কৃষি প্রকৌশলীদের নিজস্ব পদ সৃষ্টি ও সিলেবাস সংশ্লিষ্ট প্রশ্নপত্রে নিয়োগ নিশ্চিতকরণ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে কৃষি বিষয়ে সরকারি স্কুল-কলেজের বিজ্ঞপ্তিতে কৃষির পাশাপাশি কৃষি প্রকৌশলীদের সুযোগ প্রদান।

কর্মসূচিতে মুহাইমিনুল ইসলাম, মো. এশরাকুল হক, মুকুল, নাজমুল প্রমুখ বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, ১১ সেপ্টেম্বর থেকে চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ করে আসছেন শিক্ষার্থীরা।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড