• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে লাইন ফলোয়ার রোবট নির্মাণ কর্মশালা

  পিইউসি প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫১
প্রিমিয়ার ইউনিভার্সিটি
লাইন ফলোয়ার রোবট নির্মাণ কর্মশালায় শিক্ষার্থীরা (ছবি : দৈনিক অধিকার)

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘লাইন ফলোয়ার রোবট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ২ টায় নগরীর প্রবর্তক মোড়স্থ প্রিমিয়ার ইউনিভার্সিটি অডিটোরিয়ামে ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘লাইন ফলোয়ার রোবট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় প্রিমিয়ার ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারা ১০ গ্রুপে ভাগ হয়ে এই কর্মশালার মাধ্যমে হাতে-কলমে লাইন ফলোয়ার রোবট তৈরি করতে শেখে।

কর্মশালায় উপস্থিত ছিলেন- প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. তৌফিক সাঈদ, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক, প্রভাষক সরিৎ ধর, প্রভাষক রাহুল চৌধুরী, প্রভাষক সুমনা সেন, প্রভাষক মিনহাজ রাহাত, প্রভাষক সানজিদা তুনাজ, পিইউসি রোবটিক্স ক্লাবের সভাপতি শামসুল আরেফীন রাজিত ও আইইইই প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়ারম্যান রনি চৌধুরী।

কর্মশালা পরিচালনা করেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সাইফুদ্দিন মুন্না ও প্রভাষক রাফি ইসলাম আলভী। কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ বিতরণ করা হয়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড