• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

অভিন্ন নীতিমালা প্রত্যাখ্যান করল রাবি শিক্ষক সমিতি

  রাবি প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫০
রাবি শিক্ষক সমিতি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অভিন্ন শিক্ষক নিয়োগ ও পদোন্নতির নীতিমালা প্রত্যাখ্যান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সভায় প্রস্তাবিত ওই নীতিমালা সর্বসম্মতভাবে প্রত্যাখ্যান করেন সদস্যরা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি জানান সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম খান।

তিনি বলেন, ‘প্রস্তাবিত নীতিমালায় আমাদের তুচ্ছ-তাচ্ছিল্য ও অপমান করা হয়েছে। এছাড়াও নীতিমালায় অস্পষ্টতা রয়েছে। আবেদনের যোগ্যতায় চার বছর মেয়াদি স্নাতক কোর্সের কথা বলা হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে কোনো কোনো বিষয়ের স্নাতক কোর্সে বেশি সময় লাগে। এ বিষয়টি নীতিমালায় স্পষ্ট করা হয়নি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অভিন্ন নীতিমালা থাকবে কিন্তু অবশ্যই এই নীতিমালা প্রণয়ন করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ।’

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সাইফুল ইসলাম ফারুকীর সভাপতিত্বে সভায় সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড