• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাবিতে মাদকসহ ৩ বহিরাগত আটক

  রাবি প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০২
রাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাদক সেবন কালে মাদকসহ তিন বহিরাগতকে আটক করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফোকলোর চত্বর মাঠ থেকে তাদেরকে আটক করে পুলিশে দেয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।

আটককৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সান্ধ্য কোর্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, জিন্নাত ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন খানম।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘বহিরাগতরা গাঁজা সেবন করছে এমন তথ্যের ভিত্তিতে ঘটনা স্থলে যাই। আমাদের উপস্থিতির টের পেয়ে তারা গাঁজাগুলো ফেলে দেয়। তাদের ব্যাগ তল্লাশিতে আরও কিছু গাঁজা ও মাদকদ্রব্য পাওয়া যায়। পরে তাদের পুলিশে সোপর্দ করেছি।’

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘রাবি প্রক্টর তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড