• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

গেস্টরুমে না যাওয়ায় সূর্যসেন হলের কক্ষে তালা!

  অধিকার ডেস্ক    ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩১

ঢাবি
মাস্টারদা সূর্যসেন হল (ছবি : সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলের এক শিক্ষার্থীর কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই হলের ২২৬ নম্বর কক্ষে তালা ঝুলিয়ে দেয় তারা। অভিযুক্তরা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী বলে জানা গেছে।

এ দিকে এ ঘটনার সংবাদ পেয়ে সাংবাদিকরা সেখানে গেলে তাদের সঙ্গেও ছাত্রলীগকর্মীরা খারাপ ব্যবহার করেছে বলেও অভিযোগ উঠেছে। এছাড়া সাংবাদিকদের সামনেই হলের ২০১-এর (ক) নম্বর কক্ষে নিয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।

সাংবাদিকরা সেখানে গেলে দ্বিতীয় বর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রেহমান সোহান, ভাষাবিজ্ঞান বিভাগের মশিউর রহমান অশোভনীয় আচরণ করেন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ‘নিউজ করবেন, করেন’ বলে তুচ্ছতাচ্ছিল্য করে সাংবাদিকদের।

এ বিষয়ে কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে জানান, গেস্টরুমে উপস্থিত না থাকায় তাদের কক্ষে তালা মেরে দেওয়া হয়েছে। সকালে মিডটার্ম পরীক্ষা। রুমে তালা দেওয়ায় খুব সমস্যায় পড়ে যাই। পরে বিষয়টি আমরা এক ভাইয়ের মাধ্যমে সাংবাদিকদের জানাই।

এ দিকে গেস্টরুমে না যাওয়ার কারণেই তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন মশিউর রহমান। তিনি জানান, হ্যাঁ, বড় ভাইয়েরা তালা লাগাতেই পারে, কী হয়েছে? বড় ভাইদের কাছে ক্ষমা চেয়ে বললেই তো আবার খুলে দেব। এভাবে আমাদের রুমেও অনেকবার তালা দেওয়া হয়েছে। আমরা তো কাউকে কিছু বলিনি! হলে উঠছে অবৈধভাবে, এটুকু তো মানতেই হবে। না হলে হল থেকে বের হয়ে যাক, আমরাও আর তালা দেব না। ওদের (প্রথম বর্ষের শিক্ষার্থীরা) এখনি মিনি গেস্টরুমে নেব। সবাইকে ডাক দে। নইলে হল থেকে বের করে দেব। এ কথা বলে সাংবাদিকদের সামনেই হলের ২০১-এর (ক) নম্বর কক্ষে নিয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের হুমকি দেয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারীরা।

এ ব্যাপারে জানতে চাইলে হল সংসদের জিএস সিয়াম রহমান জানান, আসলে সবকিছু চাইলেই আমরা ব্যবস্থা নিতে পারি না। যারা এমন একটি ঘটনা ঘটিয়েছে হল সংসদ তাদের বিরুদ্ধে প্রাধ্যক্ষ স্যারের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানাবে। আমাদের হল সংসদ সব ধরনের গণরুম, গেস্টরুম কালচারের বিরুদ্ধে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড