• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

শাবিপ্রবি উপাচার্যের বিরুদ্ধে ২ মামলা

  শাবিপ্রবি প্রতিনিধি

১৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৪
শাবিপ্রবি
শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন (ছবি : সংগৃহীত)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বিরুদ্ধে পৃথকভাবে দুটি মামলা দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বাদীপক্ষের আইনজীবী এ এইচ এম এরশাদুল হক এ তথ্য নিশ্চিত করেন। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হাই ও পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম এ মামলা দায়ের করেছেন।

গত ১২ সেপ্টেম্বর দায়েরকৃত এ মামলায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, হিসাব পরিচালক ও প্রগতি লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালকের বিবাদী করা হয়েছে।

এরশাদুল হক জানান, বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিমার বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে ও স্বাস্থ্য বিমাতে রাজি না থাকা সত্ত্বেও বেতন থেকে টাকা কেটে নেওয়ায় সিলেট সদর সিনিয়র সহকারী জজ আদালতে গত ১২ সেপ্টেম্বরের পৃথক পৃথক মামলা করেছে অধ্যাপক ড. মো. আব্দুল হাই এবং ড. রফিকুল ইসলাম। মামলা নম্বর যথাক্রমে -১৬৫/১৯ ও ১৬৬/১৯। যেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ৫ জনের নাম উল্লেখ আছে।

এই আইনজীবী আরও জানান, ‘ফেব্রুয়ারি মাসে বিশ্ববিদ্যালয় ও প্রগতি লাইফ ইনস্যুরেন্সের মধ্যে ২ বছরের জন্য স্বাস্থ্য বিমা চুক্তি করা হয়। এছাড়া স্বাস্থ্য বিমাতে ক্লিয়ার করা নেই যে এর মাধ্যমে কে কতটুকু উপকৃত হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক এই বিমার সঙ্গে একমত হয় নি। তারা এ বিমা করতে রাজি না। এছাড়া বিমার জন্য আবেদন ফর্ম পূরণ করতে বলা হলেও তারা সে ফর্ম পূরণ করে নি। তারপরও তাদের বেতন থেকে ২৭১ টাকা কেটে নিচ্ছে। যেখানে তাদের আপত্তি প্রেক্ষিতে তারা মামলা দায়ের করেছে।’

মামলার বিষয়ে জানতে চাইতে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হাই জানান, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে স্বাস্থ্য বিমার ব্যবস্থা করা হয়েছে তা আমরা করতে আগ্রহী না । এ জন্য আমি প্রশাসন দপ্তরে একটি চিঠি দিয়েছিলাম। তারপরও বিমার জন্য আমার বেতন থেকে টাকা কাটা হচ্ছে এজন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি।’

এ বিষয়ে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘স্বাস্থ্য বিমা নিয়ে দেশের আরও অনেক বিশ্ববিদ্যালয়ের ২ বছরের জন্য প্রগতি লাইফ ইনস্যুরেন্সের চুক্তি আছে। আমরা চাইলে ২ বছর পর আবার একই প্রতিষ্ঠানের সঙ্গে বা সেবা পছন্দ না হলে পরবর্তীতে আমরা অন্য কোনো কোম্পানির সাথে চুক্তি করবো। আর তারা যেহেতু কোর্টে মামলা করেছে এর জবাব আমরা কোর্টে গিয়েই দিব।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড