• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য

‘ছাত্রলীগ হয়ে ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা করতে পারে না’

  ক্যাম্পাস ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৮
ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয়, ইনসেটে লেখক ভট্টাচার্য (ছবি : সম্পাদিত )

বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি এস এম রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ইবি শাখা ছাত্রলীগের পদ বঞ্চিত গ্রুপের নেতৃবৃন্দ। ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ফাঁস হওয়া অডিও কেলেঙ্কারির সূত্র ধরে টাকার বিনিময়ে এই কমিটি কেনা হয়েছে অভিযোগে তারা ইবি শাখা ছাত্রলীগ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে।

ইবি শাখা ছাত্রলীগের ওপর আনিত অভিযোগ উল্লেখ করে এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সাংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ছাত্রলীগ হয়ে ছাত্রলীগকে কেউ অবাঞ্ছিত ঘোষণা করতে পারে না। কারও বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা সাংগঠনিকভাবে জানানো উচিত।’

তিনি বলেন, ‘তারা যে কোনো দাবি আমাদের জানাতে পারে, কিন্ত অবাঞ্ছিত ঘোষণা করতে পারে না, তা সাংগঠনিকভাবে হতে হবে। তারা লিখিত অভিযোগ জানাতে পারে। কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে যে কমিটি দেওয়া হয়েছে, তারা যদি তা মেনে না নেয়, তারও নির্দিষ্ট পন্থা আছে। তারা লিখিত অভিযোগ জানাতে পারে কিংবা সাংগঠনিক পদ্ধতিতে এগোতে পারে। কিন্ত তারা অবাঞ্ছিত ঘোষণা কীভাবে করে।’

তিনি একপর্যায়ে বলেন, ‘তারাও তো ছাত্রলীগ করে। ছাত্রলীগ হয়ে ছাত্রলীগকে কীভাবে অবাঞ্ছিত ঘোষণা করে?’

তিনি বলেন, ‘ছাত্রলীগের কেউ অপরাধী হলে তার বিরুদ্ধে আমরা অবশ্যই তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেব।’

ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ফাঁস হওয়া অডিওতে টাকা লেনদেনের কথা উল্লেখ করে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আসলে আমরা কেবল মাত্র দায়িত্ব নিলাম, আগামীকাল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে, আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করব। যেহেতু এই বিষয়টা নিয়ে কথা উঠেছে, তাই বিষয়ে আমরা তদন্ত করব এবং যে বিষয়গুলো উঠে আসছে তা যদি সত্য প্রমাণিত, আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।’

অভিযোগের ব্যাপারে সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আমার ওপর আনিত অভিযোগগুলো, সম্পূর্ণ মিথ্যা, অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত।’

এ বিষয়ে ইবি শাখা ছাত্রলীগের সভাপতি এস এম রবিউল ইসলাম পলাশ বলেন, ‘তাদের যে অভিযোগ সেটি সম্পূর্ণ বানোয়াট। আমার বিরুদ্ধে যদি অভিযোগ করে এবং সেটি যদি প্রমাণিত হয় আমি স্বেচ্ছায় পদত্যাগ করব। আর দ্বিতীয়ত তারা অবাঞ্ছিত ঘোষণা করার কেউ না।’

এ দিকে, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে পদ বঞ্চিত নেতাকর্মীরা। রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল শুরু করেন ছাত্রলীগের নেতা কর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ছাত্রলীগের টেন্টে এসে শেষ হয়। মিছিলে ‘চল্লিশ লাখের কমিটি মানি না, মানব না’, ‘পকেট কমিটি মানি না, মানব না, ‘টাকায় কেনা কমিটি মানি না, মানব না’ নানা স্লোগান দেন নেতাকর্মীরা।

জোবায়ের আল মাহমুদের সঞ্চালনায় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা অডিও কেলেঙ্কারির ঘটনায় আলোচনায় আসা বর্তমান ইবি ছাত্রলীগ সাধারণ সম্পাদকের কৃতকর্ম তুলে ধরেন ও তার বিরুদ্ধে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নেতা হয়ে আসা, নিয়োগ বাণিজ্যসহ বেশকিছু অভিযোগ এনে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন নেতাকর্মীরা। পাশাপাশি তারা সদ্য দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড