• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শাবিপ্রবিতে সমাজকর্ম বিভাগের ফিল্ড প্রাক্টিকামের ওরিয়েন্টেশন

  শাবিপ্রবি প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫১
ফিল্ড প্রাক্টিকাম
ওরিয়েন্টেশনে বক্তব্য রাখছেন শাবিপ্রবি উপাচার্য (ছবি : দৈনিক অধিকার)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের স্নাতক পর্যায়ের ২০১৫-১৬ ও স্নাতকোত্তর পর্যায়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে ফিল্ড প্রাক্টিকাম অংশগ্রহণকারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়র মিনি অডিটোরিয়ামে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. ফয়সাল আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে শাবি উপাচার্য বলেন, ‘বর্তমানে বাংলাদেশে সমাজকর্মকে পেশা হিসেবে স্বীকতি দেওয়ার গুরুত্ব অপরিসীম। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বির্নিমাণ, সমাজের মানুষের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিতে ও লিডারশীপ তৈরিতে এ পেশার অবদান অনস্বীকার্য।’

অনুষ্ঠানে বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবুল কাশেমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যাপক ড. নিয়াজ আহমদ এবং প্রাক্টিকাম অংশরত বিভিন এজেন্সির প্রতিনিধিরা।

অনুষ্ঠান শেষে সহযোগী অধ্যাপক ড. মো আলী ওয়াক্কাস শিক্ষার্থীদর ফিল্ড প্রাক্টিকাম এর বিভিন্ন দিক নিয়ে দিক নির্দেশনামূলক স্লাইড প্রেজেন্টেশন উপস্থান করেন। পরে বিভাগের অধ্যাপক মো. মিজানুর রহমান অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে বিভাগটির অন্যান্য শিক্ষকবৃন্দ, বিভিন্ন এজেন্সির প্রতিনিধি ও বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড