• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

উপাচার্যকে ডাকসু ভিপির চিঠি

  ঢাবি প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৩
ঢাকা বিশ্ববিদ্যালয়
ডাকসসু ভিপি নুর (ফাইল ফটো)

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) যে সকল নেতা ভর্তি পরীক্ষার ব্যত্যয় ঘটিয়ে ভর্তি হয়েছিলো, তাদেরকে পদ শূন্য ঘোষণা করার জন্য উপাচার্য বরাবর চিঠি দিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুর।

রবিবার (১৫ সেপ্টেম্বর) চিঠিটি উপাচার্যের দপ্তরে পাঠানো হয়।

এতে বলা হয়, ‘অনিয়মের মাধ্যমে ভর্তি হওয়া ৩৪ শিক্ষার্থীর মধ্যে ডাকসুর সদস্য নজরুল ইসলাম, মুহা. মাহমুদুল হাসান, রাকিবুল হাসান রাকিব, নিপু ইসলাম তন্বী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. আরিফ ইবনে আলী, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ শাকিল ও স্যার এ. এফ. রহমান হলের ভিপি আব্দুল আলীম খানও রয়েছে। বিশ্ববিদ্যালয়ে যেসব বিভাগে সান্ধ্যকালীন কোর্স চালু রয়েছে সেখানে ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে লিখিত পরীক্ষা ও ভাইভার মাধ্যমে অ্যাকাডেমিক ফল, কাজের অভিজ্ঞতা ও ভর্তি পরীক্ষার ফল বিবেচনা সাপেক্ষে ভর্তি করা হয়ে থাকে।’

তিনি আরও লিখেছেন, ‘অতএব নিয়ম বহির্ভূতভাবে ভর্তি হওয়া ৩৪ জনের ছাত্রত্ব বাতিল করে অভিযুক্তদের ডাকসু ও হল সংসদের পদ শূন্য ঘোষণা করা এবং ডাকসুর কোষাধ্যক্ষ ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের অপসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণে আপনার সু-মর্জি প্রত্যাশা করছি।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড