• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাবিতে ‘ওয়েসিস ফাউন্ডেশনের’ আত্মপ্রকাশ

  ক্যাম্পাস ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০২
রাবি
ওয়েসিস ফাউন্ডেশনের আত্মপ্রকাশ অনুষ্ঠান (ছবি : সংগৃহীত)

‘শিক্ষায় সেবায় মানবতায়, সমাজ গড়ব দৃঢ়তায়’ স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্য্যালয়ে (রাবি) স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ওয়েসিস ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ঘটেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের ১২১ নাম্বার রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এর উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. সাদেকুল আরেফিন মাতিন, হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. রোকসানা বেগম। এছাড়া, সম্মানিত অতিথি ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু, রাবি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইমদাদুল হক সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ছাত্র-উপদেষ্টা জানান, শিক্ষক হিসেবে আমাদের সব দায়-দায়িত্ব শুধু সিলেবাস কিংবা ক্লাস কেন্দ্রিক নয়। তোমাদের বিশ্বমানব হিসেবে গড়তে পারলেই আমাদের সার্থকতা। তোমাদের সব সক্ষমতা, দক্ষতা দিয়েই মানবতার সেবায় এগিয়ে আসতে হবে।

শিক্ষার্থীদের বছরব্যাপী ওয়ার্কপ্লান নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে অধ্যাপক ড. সাদেকুল আরেফিন মাতিন জানান, আজকে যে ওয়েসিসের জন্ম হচ্ছে তা যেন যুগ যুগ ধরে বেঁচে থাকে। আপনারা বছরব্যাপী ওয়ার্কপ্লান নিয়ে কাজ করবেন। শুধু সংগঠন সৃষ্টি নয় এতে সকলের অংশগ্রহণ সবচেয়ে জরুরি। সামাজিক কাজ করতে মনের মধ্যে একটা প্রেরণা থাকা দরকার যেটি আপনাদের মধ্যে আছে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড