• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬ (ভিডিও)

  রাবি প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪৬
রাবি
দুই গ্রুপের সংঘর্ষে আহত এক ছাত্রলীগ কর্মী (ছবি : দৈনিক অধিকার)

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬ জন আহত হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে দুই দফা মারধরে তারা আহত হন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ ছাত্রলীগ নেতাদের সেখান থেকে সরিয়ে দেন। আহতরা হলেন- লিমন, সোহেল রানা, জসিম, রশিদ, মারুফ পারভেজ ও ইকরাম হোসেন রিওন। তারা গত বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি প্রার্থী সাকিবুল হাসান বাকীর অনুসারী বলে জানা গেছে। তাদেরকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মাদার বখশ হলের গেস্ট রুমে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারী কামরুল হাসান নামের এক ছাত্রলীগ কর্মী শুয়ে ছিলেন। এ সময় লিমন তার এক বান্ধবীকে নিয়ে গেস্ট রুমে যান। তিনি কামরুলকে উঠে জায়গা দিতে বলেন। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে কামরুল লিমনকে মারধর করে। পরে লিমন তার লোকজনকে ফোন করলে তারা এসে কামরুলের রুমের (হলের ২১৭ নম্বর কক্ষ) জানালা ভাংচুর করে।

পরে দুপুর ১টার দিকে বাকীর কিছু অনুসারী মাদার বখশ হলের সামনে অবস্থান করলে ছাত্রলীগ নেতা বৃত্ত, আরিফ বিন জহির, আসাদুল্লাহ গালিব ও চঞ্চল কুমার অর্কের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদেরকে মারধর করে। পরিস্থিতি উত্তপ্ত হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান ও শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মারধরে আহত আরেক ছাত্রলীগ কর্মী (ছবি : দৈনিক অধিকার)

এ বিষয়ে ঘটনাস্থলে শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া সংবাদকর্মীদের বলেন, ‘জানতে পারি গেস্ট রুমে আমাদের ছোট ভাইকে লিমন ও বহিরাগত কয়েকজন মারধর করে। তারা কামরুলের রুমে ভাঙচুর চালিয়ে হত্যার হুমকি দিয়েছে। পরে পরিস্থিতি বড় আকার ধারণ করলে আমি ও সম্পাদক এসে এটি নিয়ন্ত্রণ করি।’

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান বাকী বলেন, ‘গত বছর ছাত্রলীগের কমিটির সময় আমি সভাপতি প্রার্থী ছিলাম। সভাপতি হতে পারিনি এরপর থেকে এখনকার সভাপতি সম্পাদক আমাকে ও আমার ছেলেদের ক্যাম্পাসে আসতে দেয় না। আমার কিছু ছোটভাই হলে থাকে তাদেরকে বিভিন্ন সময় হল থেকে বের করে দিয়েছে তারা। আজকে সামান্য বিষয় নিয়ে তারা আমার ছোট ভাইদের মেরে আহত করেছে।’

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘সামান্য বিষয় নিয়ে দুই ছাত্রের মধ্যে ঝামেলা হয়েছিল। পরে আমি এসে ছাত্র নেতাদের সঙ্গে কথা বলে মীমাংসা করে দিয়েছি।’

পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানান প্রক্টর।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড