• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চুয়েটে ‘হোন্ডা ইয়েস অ্যাওয়ার্ড’ প্রোগ্রামের ওরিয়েন্টেশন সম্পন্ন

  চুয়েট প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:০০
ওরিয়েন্টেশন
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায় জাপানের বিখ্যাত হোন্ডা ফাউন্ডেশন এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন সেন্টারের যৌথ উদ্যোগে ‘ইয়াং ইঞ্জিনিয়ার অ্যান্ড সায়েন্টিস্ট (ইয়েস) অ্যাওয়ার্ড ২০১৯-২০’ এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী এবং ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বিশ্বব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি খাতের উন্নয়নে তরুণ নেতৃত্ব তৈরির লক্ষ্যে বিখ্যাত হোন্ডা কোম্পানির ‘ইয়াং ইঞ্জিনিয়ার অ্যান্ড সায়েন্টিস্ট (ইয়েস) অ্যাওয়ার্ড প্রোগ্রামটা বেশ প্রশংসনীয় উদ্যোগ। এতে বর্তমান প্রজন্ম প্রযুক্তি শিল্পে অবদান রাখতে তরুণরা উৎসাহিত হবে। এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে চুয়েটের শিক্ষার্থীদের প্রায়োগিক জ্ঞানের দক্ষতা বৃদ্ধি পাবে। পাশাপাশি ইন্ডাস্ট্রি-ইউনিভার্সিটি সম্পর্ক আরও সমৃদ্ধ হবে।’

এছাড়া অনুষ্ঠানে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন সেন্টারের (জেআইসিই) আন্তর্জাতিক স্টুডেন্টস প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিস্টার তকুয়া কানামরি এবং বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের সরকার ও ইন্ডাস্ট্রি রিলেশনস বিভাগের প্রধান মো. ইসমাইল ভূঁইয়া প্রোগ্রামের ওপর পৃথকভাবে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জাকির হোসেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড