• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাবি শিক্ষক ফোরামের মানববন্ধন

  রাবি প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫০
মানববন্ধন
রাবি শিক্ষক ফোরামের মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, ‘বেগম খালেদা জিয়াকে মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় অভিযুক্ত করে কারান্তরীণ রাখা হয়েছে। প্রধানমন্ত্রী থাকাকালীন তার সকল কর্মকাণ্ড এবং দিকনির্দেশনা দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য ছিল মাইলফলক। অথচ দেশ এখন দুর্নীতির মহা আখড়ায় পরিণত হয়েছে। এ অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন।’

মানববন্ধনে বক্তারা আরও বলেন, ‘খালেদা জিয়া ন্যায় বিচার থেকে বঞ্চিত। তিনি অসুস্থ তারপরও তাকে চিকিৎসা না করিয়ে কারারুদ্ধ রাখা হয়েছে।’ মানববন্ধনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার উন্নত চিকিৎসার দাবি জানানো হয়।

বিশ্ববিদ্যালয় শাখার জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. হাবীবুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন- কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ফজলুল হক, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক আমজাদ হোসেন, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহ-সভাপতি মামুনুর রশিদ প্রমুখ।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড