• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রশ্নফাঁস রোধে জিরো টলারেন্সের ঘোষণা ডাকসু এজিএসের

  ঢাবি প্রতিনিধি

১২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১২
ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন
ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন (ছবি : সম্পাদিত)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় সকল দুর্নীতি অপসারণ করতে প্রশ্নফাঁস ও জালিয়াতি রোধে জিরো টলারেন্স নীতির ঘোষণা করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা সম্পর্কিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রশাসনের প্রতি জিরো টলারেন্স নীতি ঘোষণার আহ্বান জানিয়ে সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা চাই, বিশ্ববিদ্যালয়ে যে পাঁচটি ইউনিট রয়েছে এটি একটি মেধাভিত্তিক উৎসবের প্রতিযোগিতায় পরিণত হোক। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন তারুণ্যের উৎসবে মুখরিত থাকে। সেটি আমরা দেখতে চাই।’

সাদ্দাম হোসেন আরও বলেন, ‘আপনারা সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখবেন। আপনারা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য যাবতীয় সকল ব্যবস্থা গ্রহণ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একজন শিক্ষার্থীও যেন কোনো অসদুপায় অবলম্বন না করতে পারে। যে কোনো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করবেন।’

তিনি দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি কোনো শিক্ষার্থী জালিয়াতির আশ্রয় নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় আমরা ছাত্রলীগ সেটি মেনে নিব না। আমরা এর দাঁতভাঙা জবাব দিব। একই সঙ্গে অভিভাবকদের অনুরোধ করব আপনার সন্তান যেন সঠিক উপায়ে সততার সাথে পরীক্ষায় অংশগ্রহণ করে। কোনো রকম জালিয়াতির আশ্রয় যেন না নেয়।’

এ সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনাদের কাছে যদি কোনো তথ্য-প্রমাণ থেকে থাকে আপনারা আমাদের জানাবেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যেন সুচারুভাবে সম্পন্ন হয়। সেটা আপনারা লক্ষ্য রাখবেন। এজন্য আমরাও দায়বদ্ধ, আপনারাও দায়বদ্ধ।’

তিনি আরও বলেন, ‘আমরা দীর্ঘ ২৮ বছর পরে ডাকসু পেয়েছি। এ নির্বাচন করার পেছনে সাংবাদিকদের ভূমিকা রয়েছে। তারা গণমাধ্যমে গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়ের জন্য তাদের লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন। প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আমাদের সাংবাদিকেরা লেখনীর মাধ্যমে চমৎকার ব্যবস্থা গ্রহণ করেছেন।’

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড