• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা করবে ঢাবি ছাত্রলীগ

  ঢাবি প্রতিনিধি

১২ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫৩
সংবাদ সম্মেলন
ঢাবি ছাত্রলীগের সংবাদ সম্মেলন (ছবি : সংগৃহীত)

২০১৯-২০ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল ভর্তি পরীক্ষার্থীদেরকে প্রয়োজনীয় সহায়তা করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভর্তিচ্ছুদের জন্য শিক্ষা উপকরণ এবং পরীক্ষার আগের রাতে হলে থাকার ব্যবস্থা করা হবে। শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য পরীক্ষা কেন্দ্রের বাইরে রাখা হবে চেয়ারের ব্যবস্থা এবং সুপেয় পানি থাকছে সবার জন্য। পরীক্ষার দিন শিক্ষার্থীদের বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য থাকবে জয় বাংলা বাইক সার্ভিস।

এছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে বলে জানান ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। নতুন পদ্ধতিতে, দেড় ঘণ্টায় নৈর্ব্যক্তিক অংশের ৭৫ নম্বর এবং লিখিত ৪৫ নম্বরের উত্তর করতে হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড