• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রুয়েটের ৫ম সমাবর্তন ১ ডিসেম্বর

  রাবি প্রতিনিধি

১২ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৯
রুয়েট
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ১ ডিসেম্বর। সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে বিশবিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ থেকে ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত বিএসসি, এমএসসি, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা এ সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণের জন্য গ্রাজুয়েটদের ৪ হাজার ৫০০ টাকা দিয়ে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৪ অক্টোবর তবে নিবন্ধন শুরুর তারিখ আগামী শনিবার সমাবর্তন আয়োজক কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সমাবর্তনে অংশগ্রহণ ও নিবন্ধন সংক্রান্ত বিস্তারিত তথ্য রুয়েটের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এ বিষয়ে রুয়েটের সমাবর্তন আয়োজন কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আলী হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের আচার্য ও মহামান্য রাষ্ট্রপতির সম্মতিতে ১ ডিসেম্বর সমাবর্তন তারিখ নির্ধারণ করা হয়েছে। শনিবার সমাবর্তন আয়োজন উপকমিটির একটা সভা অনুষ্ঠিত হবে। সভায় নিবন্ধন শুরুর তারিখ নির্ধারণের বিষয়টি চূড়ান্ত করা হবে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড