• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেরোবি ও পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি

  বেরোবি প্রতিনিধি

১১ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৯
বেরোবি
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান (ছবি : সংগৃহীত)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এবং পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এক আনুষ্ঠানিক পরিবেশে বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্থায়ী ক্যাম্পাসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা চুক্তিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এবং পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. আজাদ-উদ-দৌলা চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন- পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের সহসভাপতি অধ্যাপক ড. হোসনে আরা বেগম, কোষাধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলাম, কন্ট্রোলার অধ্যাপক ড. আনসার আলী তালুকদার, টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক ড. মতিউর রহমান, বেরোবির চীনা এম.ফিল গবেষক লি মেই, বেরোবির প্রভাষক ইমরানা বারী, মো. সারোয়ার আহমাদ, ফাহিমুল কাদের সিদ্দিকী, সহিবুর রহমান, মনিরুল ইসলাম, মেহনাজ আব্বাসী বাঁধন, ফারজানা জান্নাত তশী, মুজাহিদুল ইসলাম, সানজিদ ইসলাম খান, এবিএম নুরুল্লাহ, মো. শামীম হোসেনসহ দুই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড