• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দেবে ৭ কলেজের অকৃতকার্যরা

  শিক্ষা ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৯
সাত কলেজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ (ছবি : দৈনিক অধিকার)

ঢাবি অধিভুক্ত সরকারি ৭ কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ ৩ বিষয়ে ফেল থাকলেও শিক্ষার্থীরা ‘বিশেষ ব্যবস্থায়’ চলতি ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

কিন্তু, ৩টির বেশি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পুনরায় ১ম বর্ষে ভর্তি হয়ে সকল বিষয়ে পরীক্ষা দিতে হবে। কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ ৩ বিষয়ে যারা অকৃতকার্য হয়েছে, তারা বিশেষ ব্যবস্থায় চলতি ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে পারবে এবং ১ম বর্ষের সঙ্গে অকৃতকার্য বিষয়ে পরীক্ষা দিতে পারবে। অন্যদের পুনরায় ১ম বর্ষে ভর্তি হয়ে সকল বিষয়ে পরীক্ষা দিতে হবে। রবিবার ও সোমবার বিষয়টি বিভিন্ন পর্যায়ের ছাত্রদের মৌখিকভাবে জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ এবং আমার সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কথা হয়েছে। দুই একদিনের ভেতর অফিসিয়াল প্রক্রিয়া সম্পন্ন হবে। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।’

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড