• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাককানইবিতে গবেষণা প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত

  জাককানইবি প্রতিনিধি

১১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৭
জাককানইবি
গবেষণা প্রকল্পের সেমিনার (ছবি : দৈনিক অধিকার)

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের অধীনে গবেষণা প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় নজরুল ইনস্টিটিউটের সেমিনার কক্ষে উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে নজরুল সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে পাঁচ শিক্ষার্থী সংশ্লিষ্ট শিক্ষকের তত্ত্বাবধানে ভিন্ন পাঁচটি গবেষণার ওপর এই সেমিনার অনুষ্ঠিত হয়।

পাঁচ শিক্ষার্থী গবেষক এর মধ্যে রয়েছেন- বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের আব্দুল্লাহ আল মামুন, চারুকলা বিভাগের মো. মানিক মিয়া, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের মো. তারেকুল ইসলাম ও মো. মাহফুজুর রহমান ও সঙ্গীত বিভাগের উর্মিলা ভৌমিক।

এ সময় নজরুল ইনস্টিটিউটের উপ-পরিচালক রাশেদুল আনাম, প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান, ছাত্র উপদেষ্টা শেখ সুজন আলী সহ বিভিন্ন বিভাগের শিক্ষক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইনস্টিটিউটের অর্থায়নে প্রতিবছর এই গবেষণা প্রকল্পটি পরিচালিত হয়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড