• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

রিলাক্স পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ

সড়ক দুর্ঘটনায় বিজিসিটিইউবির ৫ শিক্ষার্থী আহত

  বিজিসিটিইউবি প্রতিনিধি

১১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩০
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি
দুমড়ে যাওয়া শিক্ষার্থীদের বাস ও রিলাক্স পরিবহনের বাস (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনায় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীদের দুই বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রিলাক্স পরিবহনের একটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ শিক্ষার্থী ও ১ জন ড্রাইভার আহত হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- বিজিসিটিইউবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মামুন, পারভেজ, তুষার, মুন্না ও ওশিং মারমা।

আহতদের দ্রুত উদ্ধার বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সবাই আশঙ্কা মুক্ত রয়েছে বলে মেডিকেল সূত্রে জানা গেছে। তবে ঘাতক বাসের চালক পলাতক রয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ক্লাস শেষে ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের নিয়ে নির্ধারিত গন্তব্যের উদ্দেশে যাচ্ছিল বাস দুটি। খরনা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা রিলাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে দুই বাসের সংঘর্ষ হয়। এতে শিক্ষার্থীদের একটি বাসের পিছনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং রিলাক্স পরিবহনের বাসের সামনের কাঁচ ভেঙে যায়। এ সময় শিক্ষার্থীদের বাসের এক চালক ও ৫ জন শিক্ষার্থী আহত হয়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড