• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পবিপ্রবিতে এলএমএ অনুষদের ক্লাস বর্জন

  পবিপ্রবি প্রতিনিধি

১১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৫
অবস্থান কর্মসূচি
পবিপ্রবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি (ছবি : দৈনিক অধিকার)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা এলএলবি ডিগ্রির দাবিতে ক্লাস বর্জন করে শান্তিপূর্ণ অবস্থান করেছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে তারা। সকাল সাড়ে ১১টায় আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি দল আলোচনার জন্য প্ৰক্টর কার্যালয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

গত সোমবার (৯ সেপ্টেম্বর) শিক্ষার্থীরা ডিগ্রি পরিবর্তনের জন্য মানববন্ধন করে এবং এলএলবি ডিগ্রির দাবিতে ডিন ও প্রশাসন বরাবর স্মারক লিপি প্রদান করেন। প্রশাসনের পক্ষ থেকে লিখিত কোনো আশ্বাস না পেয়ে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

উল্লেখ্য, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে একই সিলেবাস পড়িয়ে এলএলবি ডিগ্রি প্রদান করা হলেও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ডিগ্রি দেওয়া হয়।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড