• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

সরে দাঁড়াতে বলায় ছাত্রলীগের সংঘর্ষ শুরু

  কুবি প্রতিনিধি

১০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪২
কুবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ (ছবি : সম্পাদিত)

তুচ্ছ ঘটনার জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কান্দির পাড় টাউন হল মাঠে বিশ্ববিদ্যালয় অভিমুখী রাত ৮টার বাসে উঠার জন্য শিক্ষার্থীরা লাইনে দাঁড়ায়। এ সময় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের কর্মী জিলান আল সাদ ঈশান (পদার্থ ১১ ব্যাচ) নামের এক কর্মী লাইনে দাঁড়িয়ে থাকা হলের জুনিয়র কর্মীদের সাথে কথা বলতে গেলে লাইনে থাকা কাজী নজরুল ইসলাম হলের যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল হক শিপন (নৃবিজ্ঞান ১১ ব্যাচ) জিলানকে সরে দাড়াতে বললে এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। ঘটনার এক পর্যায়ে তারা একে অপরের গায়ে হাত তুলে।

পরে বাসটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এসে থামলে জিলান আবারও শিপনকে মারতে উদ্ধত হয়ে পড়ে। তখন শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের সামনেই সেখানে উপস্থিত শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল এবং কাজী নজরুল ইসলাম হলের ছাত্রলীগের নেতাকর্মীরা পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘ব্যাচমেট দুইজন বন্ধুর মাঝে হাতাহাতি হয়। পরে আমরা বসে তা মীমাংসা করে দেই।’

প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘দুই হলের শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়েছে। ছাত্রলীগ নেতারা তাদের নিয়ে বসেছে। ছাত্ররা বিষয়টি মীমাংসা করে ফেললে আমাদের কিছু করার নাই। তবে মীমাংসা না হলে আমরা ব্যবস্থা নিব।’

ওডি/এমএ

আরও পড়ুন:

১. কুবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড